আজ দশমী।দেখতে দেখতে আবারও একটি বছরের অপেক্ষা করে মা চলে যাচ্ছেন।আর সেই উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।বুধবার এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ‘‌আপনাদের সকলকেই জানাই শুভ বিজয়া, দশেরা। বিশেষ করে মাতৃপুজোর আরাধনা। নিশ্চয়ই বিজয়া দশমীতে আমাদের মন খারাপ হয়। কিন্তু মা আবার আসবেন বলে, আমরা উত্‍সাহিতও হই। এটা মা’‌র চলে যাওয়া নয়। মা আমাদের হৃদয়ের মধ্যেই থাকেন। তাই মিষ্টিমুখে একটাই চাওয়া, সবাই যেন মিষ্টি থাকে। সবাই যেন ভাল থাকে। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে।’‌

মুখ্যমন্ত্রীর পাশাপাশি, রাজ্যবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক।

উল্লেখ্য, ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে এবার বাংলার দুর্গাপুজো। তাই গত ১ সেপ্টেম্বর সেই উপলক্ষ্যে কলকাতা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন তিনি। সেদিন থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছিল বলা যায়। আজ সেই উত্‍সব শেষ।তবে চলতি বছর বৃষ্টি পিছু ছাড়েনি দুর্গাপুজোর। প্রায় প্রতিদিনই অল্পবিস্তর বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া আছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জানা গেছে দশমী কাটতেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ধীরে ধীরে উন্নতি হবে।

 

আরো পড়ুন:Durga Puja:ইছামতীতে দুর্গা প্রতিমা বিসর্জন! দুই বাংলা মিশে যাওয়ার আগেই কড়া নজরদারি প্রশাসনের