শুক্রবার বারাসাত নবপল্লী কাঁঠালতলার দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।পাশাপাশি বস্ত্র বিতরণও করেন তিনি।জানা যায় এদিন লোকেশ্বেরানন্দ আই ফাউন্ডেশন ও নানৃতম নামে দুই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার রঞ্জনা সেনগুপ্তর উদ্যোগে ও প্রেস ব্যুরো উত্তর চব্বিশ পরগনা ও মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালনায় প্রায় তিনশো অনাথ শিশুর হাতে নতুন বস্ত্রও তুলে দেন স্বয়ং খাদ্যমন্ত্রী।
এরপরই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে তিনি জানান,-“পুজোর দিনে কয়েকশো অসহায় মানুষের জন্য প্রেস ব্যুরো, মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন , কাঁঠালতলা দুর্গাপুজো কমিটি আজ যে উদ্যোগ নিল তা এক কথায় দৃষ্টান্ত।”অন্যদিকে আবার এদিন কাঁঠালতলায় প্রয়াত বিমান বিহারী সাহার স্মরণে শতাধিক দুঃস্থ মহিলাদের হাতে নতুন শাড়ি উপহার দেন তাঁর ছেলে ডাঃ বিবর্তন সাহা।এমনকি জেলা প্রেসব্যুরোর পক্ষ থেকে অনাথ শিশুদের খাওয়ানোরও ব্যবস্থা করা হয় কাঁঠালতলায়।পাশাপাশি নবপল্লী কাঁঠালতলা দুর্গাপুজো মণ্ডপে এদিন রাজ্য আই এম এর পক্ষ থেকে সংবর্ধিত করা হয় মৃৎশিল্পী ও পুরুলিয়া মেডিক্যাল কলেজের চিকিৎসক অনুপম ধর কেও।
তাঁকে সংবর্ধিত করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,ডাঃ বিবর্তন সাহা।এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি, কাউন্সিলর দেবব্রত পাল সহ প্রেস ব্যুরো উত্তর চব্বিশ পরগনা ও মিডিয়া পার্সেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরাও।
আরো পড়ুন:TMC : সম্পত্তি বৃদ্ধির মামলায় স্বস্তি পেল তৃণমূল নেতারা