রবিবার তৃণমূলের (TMC) বিরুদ্ধে অযথা কুত্‍সা রটানো হচ্ছে, এই অভিযোগে মালদহে একটি মিছিল বের করা হয়। ওই মহামিছিল শেষে গাজোল বাসস্ট্যান্ডে এক পথসভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধী বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একসঙ্গে তোপ দাগেন।

হুমকি দিয়ে তিনি বলেন, ‘আগামী পঞ্চায়েত নির্বাচন প্রতিরোধ গড়ে তুলব। তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুপ করে বসে আছে। হাতে বালা পরে নয়। বাঁশ দেখালে হাত খসিয়ে দেওয়া হবে। পা কেটে দেওয়া হবে। প্রতিটি বুথে তৃণমূল ঐক্যবদ্ধ। কত শক্তি আছে বুথে নেমে দেখান। পঞ্চায়েত নির্বাচনে বাঁশ, লাঠির বদলা নেবে সাধারণ মানুষ।’আর তৃণমূল জেলা সভাপতির এই বিস্ফোরক মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতর।বিরোধীরা দাবি করেন, পরিকল্পনা করে অশান্তিতে ইন্ধন জোগাচ্ছেন আব্দুর রহিম বক্সি।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘এই কথার মাধ্যমে বোঝা যায় ওনার সংস্কৃতি ঠিক কীরকম। যেমন সংস্কৃতি তেমনই কথা বলেছেন।’ সিপিএম এবং কংগ্রেসও এই মন্তব্যের কড়া নিন্দা করেছে।

 

আরো পড়ুন:TMC:তবে কি তৃণমূল সরকারের শেষক্ষেপণ?মুখ্যমন্ত্রীর সৈনিকদের বিদায় বার্তায় চিন্তার ভাঁজ দলের অন্দরে