বৃহস্পতিবার অর্থাৎ দেবীপক্ষের আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে উদ্বোধন হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো।শ্রীভূমি ক্লাবের মাধ্যমেই এই বছরের প্রথম পুজোর উদ্বোধন করলেন তিনি।এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন,সৌগত রায় কাকলি ঘোষ দস্তিদার, কৃষ্ণা চট্টোপাধ্যায়।এছাড়াও ছিলেন সংগীতশিল্পী শান ও নচিকেতা।

প্রসঙ্গত, শ্রীভূমির পুজো ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা থাকে বরাবরই তুঙ্গে।আর সেই বাড়তি উন্মাদনার আগেই এদিন দমকল মন্ত্রী সুজিত বসুর সাথে সারা পশ্চিমবঙ্গের সমস্ত পুজো উদ্যোক্তাদের পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বার্তা দিলেন।

বললেন ‘রাস্তা আটকে পুজো উৎসব চলবে না’!স্পষ্ট ভাবে বলে দিলেন,গতবছরের পুনরাবৃত্তি যেন এবছর না হয়!সূত্রের খবর,এবছর শ্রীভূমির মণ্ডপের থিম ভ্যাটিকান সিটি।আর তাই আগেভাগেই ভিড় সামলাতে তৎপর মুখ্যমন্ত্রী।কারণ,গতবছর শ্রীভূমির বুর্জখালিফা দেখতে উপচে পড়েছিল ভিড়।স্তব্ধ হয়ে যায় ভিআইপি রোড।পরে প্রশাসনের তরফে হস্তক্ষেপ করা হয়।বন্ধ করে দেওয়া হয় মণ্ডপ।এবার যাতে গতবারের পরিস্থিতি না হয়, তার জন্য আগেই উদ্বোধনী মঞ্চ থেকে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির পুজোমণ্ডপ উদ্বোধন করেই মুখ্যমন্ত্রী বলেন, ‘পুজো শুরু হয়ে গেল।’

এরপরই মন্ত্রী সুজিত বসুকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘সুজিতবাবুকে একটাই অনুরোধ, বাবু বলছি, বাবুকে একটাই অনুরোধ- আমার রাস্তা যেন বন্ধ না হয়। শেষকালে লোকে প্লেন ধরতে যেতে পারল না, রাস্তায় যেতে পারল না,এগুলো যাতে না হয়।গৌরব শর্মা নতুন কমিশনার এসেছেন,গৌরব তুমি দেখে রাখবে,যেই ও রাস্তা বন্ধ করবে ওমনি তুমি আমায় বলবে।আমি একদম বিশ্ববাংলা থেকে ঘ্যাংচাং ফু করে দেব ওকে।তার কারণ এখানে প্রচুর লোক আসে।লক্ষ লক্ষ লোক ভালোবাসে দেখতে।কিন্তু আমাকে মনে রাখতে হবে আমি যখন একটা দায়িত্বে রয়েছি তখন দেখতে হবে যেন আমারটার মত অন্যটাতেও লোক যেতে পারে।সবাইকে নিয়েই চলাই জীবন।তুমি যখন মন্ত্রী তখন তোমাকে সবার কথা ভাবতে হবে। এটা সবসময় মাথায় রাখবে।’

এরপর মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আমি বাড়ি থেকে ইঞ্চিতে ইঞ্চিতে সব খবর রাখি।আমি পাহাড়াদার।যদি বদমাইশি কিছু করেছো তাহলে ওটা সুজিতবাবু থেকে দিদির স্নেহের পরশে,অন্য ভাষায় তখন দিদি কথা বলবে।আমি মাটির ভাষায় কথা বলতে ভালোাসি।’

 

আরো পড়ুন:Mamata Banerjee:’বদলে যাচ্ছে দেশের ইতিহাস-ভূগোল’নাম না করেই কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মুখ্যমন্ত্রীর