চলছে কংগ্রেসের (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রা। কন্যাকুমারী থেকে কাশ্মীর অবধি ৩,৭৫০ কিলোমিটার দীর্ঘ পথ পাঁচ মাসে অতিক্রম করবে কংগ্রেস নেতৃত্ব।

১২টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দিয়ে যাবে এই পদযাত্রা। এই ভারত জোড়ো যাত্রা এখন রয়েছে কেরলে।

সেখানকার ঐতিহ্যশালী স্নেক বোট রেস এ অংশ নিলেন (Rahul Gandhi) রাহুল গান্ধী

এই নৌকা প্রতিযোগিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেরল যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি।

ভিডিও দেখা যাচ্ছে, পুন্নামাড়া লেকে স্নেক বোট রেস এ অংশ নিয়েছেন রাহুল। পাশাপাশি দুটো নৌকা রয়েছে। যার একটিতে রয়েছেন রাহুল।

রীতিমতো বাকিদের মতো নৌকা চালাচ্ছেন তিনি। শেষমেশ রাহুলরাই প্রতিযোগিতায় জেতেন। তাদের নৌকাই ফিনিশিং লাইন বাকি নৌকার আগে স্পর্শ করে।

আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই গত ৮ সেপ্টেম্বর এই ভারত জোড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস।

গত কয়েক বছরে একাধিক নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তাই ভারত জোড়ো যাত্রার মাধ্যমে নতুন ভাবে জনসংযোগ করতে চাইছে কংগ্রেস।