আমরা মুখের যত্ন নি কিন্তু অনেক সময় হাতের যত্ন নিতে ভুলে যাই । অনেক সময় আমাদের হাত কালো হয়ে যায় যা দেখতে খুবই খারাপ লাগে । বছর ধরেই রূপচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ।রূপ চর্চার জন্য নিমের খ্যাতি যুগ যুগ ধরে। নিজের সৌন্দর্য বজায় রাখতে আমরা কিনা করি কখনো পার্লারে যাই কিংবা কখনো নিজের সৌন্দর্য বাড়াতে নানারকম কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি কিন্তু এ সমস্ত জিনিস ব্যবহার না করে ঘরোয়া উপায়ে আপনি আপনার হাতে যত্ন নিতে পারবেন। জেনি কিছু ঘরোয়া স্ক্রাব যা আপনার হাতের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনবে ।

 

দুই চামচ মধু, আধা চামচ চিনি এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে স্ক্র্যাব বানিয়ে নিতে পারেন। এই স্ক্র্যাব ২ থেকে ৩ মিনিট হালকাভাবে হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। চিনি খুব ভালো এক্সফলিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে। লেবু ত্বকের দাগ দূর করে এবং মধু ত্বকে পুষ্টি জুগিয়ে নরম ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। এবং হাটের ট্যান তুলতেও সাহায্য করে ।

 

প্রথমে আধা কাপ কফি( coffee scrub) গুঁড়ো তারপর মিশ্রণটির সঙ্গে অলিভ অয়েল বা নারিকেল তেল মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিতে হবে। কফিতে থাকা ক্যাফেইন শরীর থেকে বাড়তি তেল ও মরা চামড়া দূর করতে সাহায্য করে। এটা সবটাই দুদিন হাঁটে ভালোভাবে স্ক্রাব করুন তারপর জল দিয়ে ধুয়ে দিন । দেখবেন হাত আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে এবং হাতের মশ্চারাইজার বজায় থাকবে ।

 

 

রোদে পোড়া দাগ দূর করতে মসুর ডাল(Masoor dal ) অনেক কার্যকরী। হাতে যেকোনো জায়গায় যদি রোদে পোড়া কালো দাগ থাকে তবে একটা মসুর ডাল বাটা, হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে  পেস্ট বানান এবং নিয়মিত হাতে- লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ।

Image source-google