ব্রিটেন সম্রাজ্ঞীর (Elizabeth II) দেহ পৌঁছল লন্ডনে। মঙ্গলবার রাতে এডিনবার্গ থেকে লন্ডনের রয়্যাল এয়ারফোর্স বেসে বিশেষ বিমানে করে

রানী দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II) শবদেহ নিয়ে আসা হয়। ইতিমধ্যেই বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে রওনা হয়েছে রানীর কফিনবন্দী দেহ।

আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানীর শেষকৃত্য সম্পন্ন হবে।

সূত্রের খবর, রানীর শবদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার এডিনবার্গ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এই বিমান ওড়ার ভিডিওটি প্রায় ৫ লক্ষ মানুষ লাইভ দেখেছেন বলে জানিয়েছে ফ্লাইটট্রাডার ২৪ নামক একটি ওয়েবসাইট।

জানা যাচ্ছে, ইতিহাসে এই প্রথমবার কোনও বিমান ওড়ার লাইভ ভিডিওতে এই পরিমাণ ভিউ হয়েছে।

৭০ বছর আগে প্রথমবার BOAC Argonaut ‘Atalanta’ নামক বিমানে ছড়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

এরপর তাঁর শেষ বিমানযাত্রার ভিডিওতে উল্লেখযোগ্য ভিউ হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর বালমোরা ক্যাসেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ সম্রাজ্ঞী রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

দীর্ঘ ৭০ বছরের শাসনামলে যুদ্ধ, একটি মহামারী, ১৪ জন রাষ্ট্রপতি এবং ব্রিটেনের বিশাল সাম্রাজ্যের অবসান ঘটেছে, তিনি প্রয়াত হয়েছেন। তাঁর বড় ছেলে চার্লস এখন রাজা।

রানী দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II) মৃত্যুতে শোকস্তব্ধ ব্রিটেন সহ সমগ্র বিশ্ব। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক, তারকা প্রত্যেকেই রানীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।