১৯৪৭ সালে মারা যায় ভারতের শেষ চিতাটি (Cheetah)। তারপর থেকে গত ৭৫ বছর ধরে এদেশে বিশ্বের দ্রুততম প্রাণীটির দেখা মেলেনি। সেই অভাব পূরণ করতে এবার নামিবিয়া থেকে আনানো হচ্ছে পাঁচটি চিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর জন্মদিনে পালন করবেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো পালপুর জাতীয় উদ্যানে আফ্রিকা থেকে আনা ওই পাঁচটি চিতা ছেড়ে।মঙ্গলবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা জানিয়েছেন।যদিও প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এখনও কিছু জানানো হয়নি।

জানা যাচ্ছে, নামিবিয়ার উইন্ডহোক থেকে প্রথমে চিতাগুলিকে জয়পুরে নিয়ে আসা হবে। তারপর সেখান থেকে আকাশপথে পালপুর থেকে কুনোতে আনা হবে তাদের। পার্কের ভিতরে দু’টি হেলিপ্যাড তৈরি করা হয়েছে চিতাদের জন্য। পাশাপাশি আরও পাঁচটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে ভিভিআইপিদের অবতরণের জন্য।

উল্লেখ্য, কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রক সূত্রের খবর, নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে ৫০ টি চিতা ভারতে আনা হবে। এদের মধ্যে এক-তৃতীয়াংশ অল্পবয়স্ক চিতা। যাতে তাদের মধ্যে ভারতে চিতার পর্যাপ্ত বংশবৃদ্ধি ঘটে, সে জন্যই তাদের ভারতে আনা হচ্ছে।

 

আরো পড়ুন:Narendra Modi:রাজনৈতিক বিবাদের মধ্যেও দুই দেশের সম্পর্ক কতটা অটুট প্রমাণ পেলো মোদী-হাসিনা সাক্ষাতে!