কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Moloy Ghatak) তলব করল ইডি।আগামী ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে।এদিকে কয়লা পাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি।যা নিয়েও বিগত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে চলছে জোরদার চর্চা।
আগামী ২ সেপ্টেম্বর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যেই এবার মলয়কে সরাসরি দিল্লিতে তলব নিয়ে শুরু হয়েছে চাপানউতর।তবে মন্ত্রী মলয় ঘটককে ইডি-র নোটিস পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়।তাতে সাড়াও দেন মলয়। এ বারও তিনি ইডি-র ডাকে সাড়া দেবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।
উল্লেখ্য,মলয় ঘটক (Moloy Ghatak) আসানসোলের বিধায়ক।আসানসোল কোলিয়ারি এলাকা হিসেবে পরিচিত।এর আগেও কয়লাকাণ্ডে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাঁকে নোটিস পাঠিয়েছিল সিবিআইও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়য়ের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।এবার এই ঘটনা কোন দিকে মোড় নেই সেদিকে চোখ সবার।