রবিবার ২৪ তম বর্ষে পা দিল তৃণমূল ছাত্র পরিষদ।এই উপলক্ষ্যে ট্যুইটে সবাইকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।এদিন তিনি ট্যুইটে লেখেন ‘আমাদের সমস্ত সদস্য এবং ছাত্র যুবদের শুভেচ্ছা। তৃণমূলে আপনাদের সকলের অবদান ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ।আপনারা সকলে আমাদের গর্ব। সাধারণ মানুষের জন্য জাতির জন্য এই লড়াই জারি থাক, হাল ছাড়লে হবে না।’

এর সাথে এদিন দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ও (Abhishek Banerjee)।অভিষেক লেখেন ‘ছাত্রপরিষদের সবাইকে আমার শুভেচ্ছা। গণতন্ত্র রক্ষার্থে আপনাদের সকলের লড়াই অনস্বীকার্য। আগামীর ভবিষ্যত আপনাদের জন্য আরও উজ্জ্বল হোক।’একইভাবে দলের তরফ থেকে লেখা হয়েছে,’তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসাবে সকল সদস্যকে শুভেচ্ছা।এই উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের শুভেচ্ছা।আমি নিশ্চিত যে নিষ্ঠা ও বুদ্ধিমত্তা দিয়ে তোমরা এই জাতিকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে।’

এদিকে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই দিনটি উপলক্ষে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন,’এবারের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠান হবে অন্যান্য বারের থেকে আলাদা।এবার আবার কলকাতার রাজপথ ছাত্রছাত্রীদের রেকর্ড জমায়েত দেখবে আগামিকাল।ছাত্রছাত্রীরা অপেক্ষা করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কী বার্তা দেন সেজন্য।’ উল্লেখ্য,রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস।যদিও এবছর দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে ২৯ অগাস্ট।কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে সোমবার ছাত্রছাত্রীরা রেকর্ড সংখ্যায় জমায়েত করবেন বলে আশাবাদী তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।এবছর তৃণমূল ছাত্র পরিষদ ২৪ বছরে পা দিচ্ছে।সেই উপলক্ষে এবারের স্লোগান, চব্বিশে লক্ষ্য চব্বিশ। অর্থাত্‍, রবিবার থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের জন্য ঝাঁপাবে তৃণমূলের তরুণ ব্রিগেড।

 

আরো পড়ুন:Mamata : অভিযোগমুক্ত বিধানসভার কমিটি গঠন নজর মমতার