তৃণমূলের (TMC) বিরুদ্ধে জোরতোর আন্দোলনে রাস্তায় নেমেছে বিজেপি
রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আটক হওয়ার পর থেকেই।
প্রতিটি জেলায় শুরু হয়ে গেছে বিজেপির ‘চোর ধরো জেল ভরো’ কর্মসূচি।
তৃণমূলের সবাই চোর এমন কথাই শোনা যাচ্ছে বিজেপি নেতাদের মুখে মুখে।তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা মেনে নিতে একদমই রাজী নন।
এই নিয়ে শুভেন্দু অন্য মত জানালেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে।
শুভেন্দু অধিকারী একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন তৃণমূলের দুই নেতা গ্রেপ্তার হওয়ার পর থেকে।
তিনি তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছেন। দুর্নীতি থেকে শুরু করে তোলাবাজ-সহ একাধিক অনিয়ম নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন।
তবে তৃণমূলের সবাই চোর এই তত্ত্ব মানতে রাজি নন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তৃণমূলের ২৫ শতাংশ চোর আর বাকি ৭৫ শতাংশ ডাকাত।’
উল্লেখ্য, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘পার্থ যা করেছে তা নিয়ে আমি লজ্জিত। আমি পার্থকে জানতাম না। তবে তৃণমূলের সবাই চোর নয়।’
তাই নিয়ে কটাক্ষ করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘তৃণমূল কংগ্রেসের নেতারা ঠিক কথাই বলছেন। ওদের সবাই চোর নয়।
তৃণমূল কংগ্রেসের (TMC) ২৫ ভাগ নেতা চোর বাকি সবাই ডাকাত। মানরেগা থেকে শুরু করে কেন্দ্রীয় প্রকল্পের টাকা সব ডাকাতি করছে তারা।’
এর পাশাপাশি বিচারককে হুমকি চিঠি নিয়ে বলেন, ‘রাজ্যে একজন বিচারক সেও সুরক্ষিত নয়। হাইকোর্টের রেজিস্টারের কাছে নিরাপত্তা
চেয়েছেন। সংবাদ মাধ্যমকেও ১৪ আগস্ট হুমকি দেওয়া হয়েছে। আমরা ও চটি চটা বলি কিন্তু হুমকি দিই না এমন ভাবে।’