শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার ও পরে পার্থ ও অর্পিতাকে গ্রেফতারের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এমন পরিস্থিতিতে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নাম জড়িয়ে যায় একের পর এক ঘনিষ্ট বান্ধবীর।আর এর মধ্যেই নাম জড়ায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা মোনালিসা দাসের।

তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠেছিল।এতদিন পর তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর,সোমবার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে আসেন বাংলা বিভাগের অধ্যাপিকা মোনালিসা দাস।সেখানেই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে জানান, ‘আমাকে ইডি কখনও তলব করেনি। ইডির নোটিসের প্রশ্নই নেই। আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অবান্তর।’ সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলগুলি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছেন। ডেপুটেশন জমা দিয়েছে মোনালিসাদেবীর বিরুদ্ধে। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একজন সত্‍ মানুষ। সত্‍ শিক্ষক। শিক্ষিত পরিবারের সন্তান।’ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর কেন ভ্যানিশ হয়ে গিয়েছিলেন শিক্ষিকা? তাঁর দাবি, পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। তারপর অসুস্থ থাকায় কাজ থেকে অব্যাহতি নিয়েছিলেন।

 

আরো পড়ুন:পার্থCPIM : ‘বলির পাঁঠা হয়েছেন পার্থ’ বললেন সিপিএম নেতা বিকাশরঞ্জন