গ্রেফতার হওয়ার পর ঘাসফুল শিবিরের তরফ থেকে সরাসরি দূরত্ব বৃদ্ধির পরও আজও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সাংবাদিকদের স্পষ্ট জানালেন,”দলের সঙ্গে ছিলাম,দলের সঙ্গে আছি।”মূলত শনিবার হঠাত্‍ অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায়।ফলে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থকে।

তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলতে শোনা যায়,”দলের সঙ্গে ছিলাম,দলের সঙ্গে আছি।” উল্লেখ্য,একদিকে পার্থের গ্রেফতারি,অন্যদিকে তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি নগদ টাকা উদ্ধার হওয়ার পর থেকেই প্রাক্তন মন্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে শাসক শিবির।পার্থকে সমস্ত পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে প্রকাশ্যে টুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।যদিও পরে সেই টুইট মুছে দিয়েছিলেন তিনি।

এরপরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে পার্থকে দলের সমস্ত পদ থেকে অপসারিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।শুধু তাই নয়,দল থেকে সাসপেন্ডও করা হয় পার্থকে।এর আগেই অবশ্য মন্ত্রিত্ব থেকে তাঁকে সরানোর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি স্পষ্ট বলেছিলেন,দল ও সরকারের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হোক।এরপরেও এদিন তাঁর মুখে শোনা গেল, ‘দলের সঙ্গে আছি’।

 

আরো পড়ুন:Patha Chatterjee:প্রেসিডেন্সি জেলে আচমকায় অসুস্থ পার্থ!নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে