ভারতীয় দলকে টেস্ট ক্রমতালিকায় শীর্ষে নিয়ে গিয়েছেন রবি শাস্ত্রী। কিন্তু তাঁর নাকি একটুও ধৈর্য ছিল না। ক্রিকেটাররা কিছু বেচাল করলেই রেগে যেতেন। শাস্ত্রীর এই গোপন কথা ফাঁস করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
সুত্রের খবর, একটি সাক্ষাৎকারে পুরনো কোচের প্রসঙ্গে কার্তিক (Dinesh Karthik) বলেন, ‘‘শাস্ত্রীর একটুও ধৈর্য ছিল না। যদি কোনও ক্রিকেটার একটা নির্দিষ্ট গতিতে রান না করত, তা হলে শাস্ত্রী বিরক্ত হতেন। কোনও ক্রিকেটার অনুশীলনে যেমন খেলত, ম্যাচে তেমন না খেললেই শাস্ত্রী রেগে যেতেন। ব্যর্থতা একেবারেই সহ্য করতে পারতেন না। শাস্ত্রী সব সময় চাইতেন দলের ক্রিকেটাররা ভাল খেলবে।’’
আরও পড়ুন: Sourav Ganguly: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ! এই নিয়ে কী বললেন সৌরভ
পাশাপাশি শাস্ত্রীর প্রসংশা করে কার্তিক (Dinesh Karthik) আরও বলেছেন, ‘‘উনি খুব প্রতিভাবান না হলেও পরিশ্রমের জোরে সাফল্য পেয়েছেন। ওঁর কাছে যা আশা করা হয়েছিল তার থেকে বেশি সাফল্য দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। দলের যে কোনও ক্রিকেটার যে কোনও সময় শাস্ত্রীর সঙ্গে কথা বলতে পারত। ওঁর সময়ে ক্রিকেটারদেরও মানসিকতায় বদল এসেছিল। সবাই জিততে চাইত। হার কেউ মেনে নিতে পারত না।’’