আবারও ইডেনে ব্যাট হাতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। আগামী মাসে এমনটাই ঘটতে ঘটতে চলেছে। ১৬ সেপ্টেম্বর লেজেন্ডস ক্রিকেট প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে ইডেনে দেখা যাবে মহারাজকে। কলকাতায় ভারত বনাম বাকি বিশ্বের ম্যাচ।
ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সৌরভ (Sourav Ganguly)। যে দলের নাম ইন্ডিয়া মহারাজাস। এই দলের বিরুদ্ধে খেলবে ওয়ার্ল্ড জায়ান্টস। সেই দলের নেতা অইন মর্গ্যান। যিনি ইংল্যান্ড এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক। ১৫ সেপ্টেম্বর এই দুই দলের মধ্যে প্রদর্শনী ম্যাচ খেলা হবে। পরের দিন থেকে শুরু হবে লেজেন্ডস লিগ ক্রিকেটের মূল প্রতিযোগিতা।
আরও পড়ুন: Ross Taylor: নিউজ়িল্যান্ড ক্রিকেটের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ তুললেন টেলর
সুত্রের খবর, এই লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার রবি শাস্ত্রী বলেন, ‘‘স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। এটা খুবই গর্বের জায়গা। ভারতীয় হিসাবে আমার কাছে এটা খুবই আনন্দের যে, এ বারের লিগ আমরা স্বাধীনতার ৭৫তম বছরের উদ্যাপনে উৎসর্গ করছি।’’ লেজেন্ডস লিগের সিইও রমন রাহেজা বলেন, ‘‘মোট ২২ দিনের প্রতিযোগিতা হবে। খুব তাড়াতাড়ি আমরা বাকি ক্রিকেটারদের নাম ঘোষণা করব।’’