ঘোষণা হয়ে গেছে ভারতের এশিয়া কাপের দল। আর সেই দলে ঠাঁই হয়নি ওপেনার ঈশান কিশনের (Ishan Kishan)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি তিনি। তাঁর বদলে ওপেনার হিসাবে সূর্যকুমার যাদবকে নেওয়া হয়েছে।

ফলে নির্বাচকদের সিদ্ধান্তকে ঘুরিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কিশন (Ishan Kishan)। সুত্রের খবর, ভারতীয় গায়ক বেলার ‘হাম্বল পোয়েট’ গানের কয়েকটি লাইন পোস্ট করেছেন তিনি, যার মর্মার্থ, ‘ব্যথা লাগলেও কখনও নিজেকে বদলে ফেলো না। যদি কেউ তোমাকে নরম ভাবে, তা হলে আগুন হয়ে সামনে এসো।’

প্রসঙ্গত, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কিশন (Ishan Kishan)। এ বারের নিলামে তাঁকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই প্লে-অফে উঠতে না পারলেও ১৪ ইনিংসে ৪১৮ রান করেন কিশন। জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেছেন তিনি। দু’টি অর্ধশতরানও করেন।

আরও পড়ুন: Serena Williams: ‘টেনিসকে বিদায়’, কান্নায় ভেঙে পড়লেন সেরিনা
তবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে গুরুত্বই দেওয়া হয়নি। মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পান তিনি।