ভারতের পরে এবার কোচিং করাতে বিদেশে পাড়ি দিচ্ছেন মনোজ প্রভাকর (Manoj Prabhakar)। নেপাল ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন তিনি। শ্রীলঙ্কার পুবুদু দাসানায়েকের জায়গায় যোগ দিচ্ছেন তিনি। দাসানায়েকে কানাডার কোচ হিসাবে যোগ দিতে চলেছেন প্রভাকর।

১৯৮৪ থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের হয়ে মোট ৩৯টি টেস্ট এবং ১৩০টি এক দিনের ম্যাচ খেলেছেন প্রভাকর (Manoj Prabhakar)। দিল্লি, রাজস্থান, উত্তর প্রদেশকে ঘরোয়া ক্রিকেটে কোচিং করিয়েছেন তিনি। ২০০৮ সালে দিল্লি রঞ্জি ট্রফি জয়ের সময় তিনি বোলিং কোচ ছিলেন।

আরও পড়ুন: Asia Cup 2022: ঘোষণা হল এশিয়া কাপের দল, ফিরলেন কোহলী

সুত্রের খবর, নেপাল দলে যোগ দিয়ে প্রভাকর (Manoj Prabhakar) বলেছেন, “নেপাল ক্রিকেট নিয়ে আগ্রহ এবং উৎসাহ ক্রমশ বাড়ছে। ওদের ক্রিকেটাররাও দিন দিন দক্ষ হয়ে উঠছে। তরুণ ক্রিকেটারদের কোচিং করানোর জন্য মুখিয়ে রয়েছি। শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে চাই নেপালকে।”