ভারত- ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিজে চোট পেয়ে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা‌। কিন্তু ভারতীয় ব্যাটাররা ম্যাচ জিতেই শেষ করেছেন। সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ারের দাপটে মঙ্গলবার রাতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গিয়েছে ভারত।

ওই দিন জয়ের পর রোহিত (Rohit Sharma) জানালেন, এই পিচে ব্যাট করা সহজ ছিল না। সুত্রের খবর, রোহিত বলেন, “রান তাড়াটা খুব ভালো হয়েছে। বাইরে থেকে দেখে মনেই হয়নি যে রান তুলতে কোনও কষ্ট হয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে শুরুটা ভাল হলে সেই ভাবে শেষ করাটা প্রয়োজন। আমরা সেটাই করতে পেরেছি। ৩০-৪০ রান ভাল, কিন্তু ৭০-৮০ রান বা শতরান যদি দলের জন্য কেউ করে সেটা প্রশংসনীয়। শ্রেয়স আয়ারের সঙ্গে ভাল জুটি গড়ল সূর্যকুমার যাদব। এই ধরনের রান তাড়া করতে গেলে যে কোনও কিছু হতে পারে। পিচে বোলারদের জন্য প্রাণ ছিল। ব্যাট করা সহজ ছিল না। শট বাছাই খুব গুরুত্বপূর্ণ এখানে।”

আরও পড়ুন: Commonwealth Games 2022: ভারোত্তোলনে আরও একটি পদক পেল ভারত

পাশাপাশি রোহিত (Rohit Sharma) আরও বলেন, “মিডল অর্ডারে আমরা যে ভাবে বল করেছি সেটা খুব প্রয়োজন ছিল। পিচটাকে আমরা ঠিক মতো কাজে লাগাতে পেরেছি।”