এবার বাংলাদেশ হারল জিম্বাবোয়ের (Bangladesh vs Zimbabwe) কাছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ১৭ রানে হারল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে করে ৩ উইকেটে ২০৫ রান। জবাবে ৬ উইকেটে ১৮৮ রান তুলল গেল নুরুল হাসানের দল।

এর আগে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের এক দিনের সিরিজে চুনকাম করলেও টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে হারতে হয়েছিল বাংলাদেশকে। এবার জিম্বাবোয়ের (Bangladesh vs Zimbabwe) বিরুদ্ধেও ২০ ওভারের প্রথম ম্যাচে জয় এল না। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন। ৪৩ রানে ২ উইকেট হারালেও পরিস্থিতি সামলে নেন আয়োজকদের মিডল অর্ডার ব্যাটাররা। তিন নম্বরে নামা ওয়েসলি মাধেবেরা আহত হয়ে মাঠ ছাড়ার আগে করলেন ৪৬ বলে ৬৭ রান। চার নম্বরে নেমে সিন উইলিয়ামস ৪টি চার এবং ১টি ছক্কার সাহায্যে করলেন ১৯ বলে ৩৩ রান। পাঁচ নম্বরে নামা সিকান্দর রাজার ব্যাট থেকে এল ৬৫ রানের অপরাজিত ইনিংস। জিম্বাবোয়ের ব্যাটারদের মধ্যে তিনিই ছিলেন সব থেকে বেশি আগ্রাসী।

আরও পড়ুন: Commonwealth Games 2022: ৫৫ কিলো বিভাগে রুপো পেলেন ভারতের বিন্দিয়ারানি

বাংলাদেশের (Bangladesh vs Zimbabwe) কোনও বোলারই আয়োজকদের সমস্যায় ফেলতে পারেননি। মুস্তাফিজুর রহমান ৫০ রান দিয়ে ২ উইকেট নিলেন। ২১ রানে ১ উইকেট মোসাদক হোসেন।