ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের ক্রিকেট সফরে প্রথম সারির বেশিরভাগ ক্রিকেটারই ছিলেন না। মূলত তরুণদের নিয়েই গড়া হয়েছিল দল। আর তার নেতৃত্ব দিয়েছিলেন শিখর ধাবন (Shikhar Dhawan)। তাতেই ওয়েস্ট ইন্ডিজকে এক দিনের সিরিজে কার্যত চুনকাম করে দিয়েছে ভারত। অধিনায়ক হিসাবে আপ্লুত শিখর নিজেও। ম্যাচের পর সাজঘরে তাঁর আবেগপূর্ণ ভাষণ ভাইরাল হয়ে গিয়েছে। পিছিয়ে ছিলেন না কোচ রাহুল দ্রাবিড়ও।
সুত্রের খবর, বোর্ডের পোস্ট করা এক ভিডিওতে ধবনকে (Shikhar Dhawan) বলতে শোনা গিয়েছে, ‘যারা আমাদের প্রতিনিয়ত খেয়াল রেখেছে, সেই সমস্ত সাপোর্ট স্টাফকে ধন্যবাদ। সতীর্থদের প্রত্যেককে শুভেচ্ছা। ব্যাটিং হোক বা বোলিং, সব বিভাগে আমরা ভালো খেলেছি। সিরিজের আগেই আমরা আলোচনা করেছিলাম, একটা প্রক্রিয়া অনুসরণ করব। তোমরা তরুণ, একটা নির্দিষ্ট লক্ষ্য প্রত্যেকেরই রয়েছে। আজ তোমরা যে জায়গায় দাঁড়িয়ে, তার থেকে আগামী দিনে অনেক ভালো জায়গায় যাবে। সেই দিকে ইতিমধ্যেই এগোনো শুরু করে দিয়েছ। আমার বিশ্বাস, প্রত্যেকে অনেক দূর যাবে।’
আরও পড়ুন: Neeraj Chopra: কমনওয়েলথ গেমসে যেতে না পেরে হতাশ নীরজ
আর এর পরে ধবন (Shikhar Dhawan) বলেন, ‘কথা শেষ করার আগে আমি চাই সবাই একটু উঠে দাঁড়াও। আমরা কারা?’ সমস্বরে বাকিরা চেঁচিয়ে বলে ওঠেন, ‘চ্যাম্পিয়ন্স।’