আর্থিক তছরুপকাণ্ডে মন্ত্রী (Partha) পার্থ চট্টোপাধ্যায়ের যে কয়টি সম্পত্তির ওপর নজর রেখেছে ইডি, তার মধ্যে অন্যতম বারুইপুরের বাগানবাড়ি।

সেখানেই দুষ্কৃতী হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে সেখানে তালা ভাঙার শব্দ পাওয়া যায়।

এলাকাবাসী ওই স্থানে ভিড় জমাতে শুরু করলে কিছু জিনিস নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ।

দুষ্কৃতীদের দ্বারা স্থানীয়দের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। তবে এই ঘটনা রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। ওই মন্ত্রী (Partha) পার্থ চট্টোপাধ্যায়ের ওই বাগান বাড়িতেও প্রচুর অর্থ ও দরকারি কাগজ পড়তো থাকতে পারে।

আর যার জন্যই তৃণমুলের দুষ্কৃতীরা কালই রাতের অন্ধকারে ওই বাড়ি থেকে সেই অর্থ ও দরকারি কাগজ পত্র সরানোর চেষ্টা করা হয়েছে।

যাতে করে আগামী দিনে ইডি ওই বাগানবাড়িতে হানা দিলে কোনো কিছু না পায়।

তবে বিজেপি দাবি করেছে, আশা করি আগামী দিনে ইডি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে আরো অর্থ ও নথি উদ্ধার করতে পারবে।