বাংলার সিনিয়র ক্রিকেট দলের কোচ হিসাবে নিয়োগ করা হল লক্ষ্মীরতন শুক্লাকে। আর মঙ্গলবার সিএবি-তে সেই ঘোষণার পরই নতুন কোচকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন কোচ অরুণ লাল (Arun Lal)।

দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছিল বাংলার কোচ কে হবেন সেই নিয়ে। সোমবারও সিএবি-তে দীর্ঘ ক্ষণ বৈঠক হয় বাংলার কোচ নির্বাচন নিয়ে। একাধিক নাম নিয়ে আলোচনার পর বাংলার ভূমিপুত্র লক্ষ্মীকেই কোচ করার সিদ্ধান্ত নেয় সিএবি। এ বারের রঞ্জি সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে হারের পরেই বাংলায় কোচ পরিবর্তনের হাওয়া ওঠে। অরুণ লাল (Arun Lal) নিজেই দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সিএবি-র কাছে সহজ হয়ে যায় কোচ নির্বাচনের পথ।

আরও পড়ুন: Laxmi Ratan Shukla: বাংলা সিনিয়র দলের কোচ হলেন লক্ষ্মী রতন

সুত্রের খবর, মঙ্গলবার লক্ষ্মীর নাম ঘোষণা হওয়ার পর অরুণ লাল (Arun Lal) বললেন, “লক্ষ্মী বাংলার ক্রিকেটের অন্যতম তারকা। ক্রিকেটাররা সকলেই লক্ষ্মীকে সম্মান করে। লক্ষ্মীও সকলকে চেনে। বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো সিদ্ধান্ত।” যোগ করেন, “লক্ষ্মীর উপর কোনও চাপ কাজ করবে না। ও লড়াকু ক্রিকেটার ছিল। কোচিংটাও সেই ভাবে করবে।”