ফের রাজনীতিতে সক্রিয় হয়েই শাসকদলকে আক্রমণ করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।বুধবার বেলা ১২টার পর হেস্টিংসে বিজেপি দফতরে পৌঁছান তিনি।আর সেখান থেকেই কার্যত বোমা ফাটালেন তিনি।বলেন,-“কেবল ২০২৪ নয়, বিজেপি আবার…আবার…আবার”।

মূলত বুধবার দুপুরেই হিন্দমোটরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন,কোনও ভাবেই বিজেপি চব্বিশে দিল্লির ক্ষমতায় আসতে পারবে না।আর এদিন মুখ্যমন্ত্রীর এই কথাকেই হাতিয়ার করেন মহাগুরু মিঠুন চক্রবর্তী পাল্টা দাবি করেন,বাংলায় ১৮ জন সাংসদ রয়েছেন।আরও চারটে হামাগুড়ি দিচ্ছে। চব্বিশে বিজেপি-ই সরকার গড়বে। সেইসঙ্গে তৃণমূল ভাঙার ব্যাপারে বড় দাবি করেন মিঠুন।সাংবাদিক বৈঠকে বলেন, “একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের মধ্যে ২১ জন সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।”

তবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে তেমন কোনো মন্তব্য করতে চাননি তিনি।তিনি বলেন,”এগুলো ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগত পলিটিক্স করি না।”মন্ত্রীর গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে যখন তুলোধোনা করছেন সুকান্ত-শুভেন্দু-দিলীপরা, তখন এ ব্যাপারে বিতর্ক থেকে কার্যত দূরেই থাকতে চাইলেন মিঠুন।তবে এদিন অভিনেতা পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “আগামিকাল স্বচ্ছ ভোট হলে এ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে।”

 

আরো পড়ুন:Sukanta Majumder:হাইজ্যাক করা শহিদ দিবস,কটাক্ষ সুকান্তের!