এক দিনের সিরিজে প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন শ্রেয়স আয়ার (Shreyas Iyer)। এই অর্ধশতরানের সঙ্গেই এক দিনের ক্রিকেটে এক হাজার রান হয়েছে তাঁর। এক দিনের ক্রিকেটে সব থেকে কম ম্যাচে এক হাজার রান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় সতীর্থ লোকেশ রাহুলকে টপকে গিয়েছেন শ্রেয়স। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।
শ্রেয়স (Shreyas Iyer) এক দিনের ক্রিকেটে ২৫ ইনিংসে এক হাজার রান করেছেন। রাহুল এই রান করতে নিয়েছিলেন ২৭ ইনিংস। তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন বিরাট কোহলী ও শিখর ধবন। দু’জনেই ২৪ ইনিংসে করেছেন এক হাজার রান।
আরও পড়ুন: Nicholas Pooran: ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে কি বললেন পুরাণ
এক বছর ধরে ভারতের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন শ্রেয়স (Shreyas Iyer)। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে সুযোগ পাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিরাট কোহলী, ঋষভ পন্থ না থাকায় প্রথম একাদশে ফিরেছেন শ্রেয়স। প্রথম ম্যাচেই ৫৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন তিনি।