এলাহাবাদ হাইকোর্ট (Highcourt) বাকস্বাধীনতার বিষয়ে জানিয়েছে নতুন আদেশ। কোর্ট জানিয়েছে দেশের সংবিধান বাকস্বাধীনতাকে মান্যতা দিলেও এর
সাহায্যে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের খারাপ কথা বলা যায়না।
মুমতাজ মনসুরির বিরুদ্ধে এফআইআর কোয়াশ করার বিপক্ষে রায় দিয়েছে কোর্ট।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সোশ্যাল
মিডিয়ায় গালিগালাজ করার জন্য মুমতাজ মনসুরির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
মনসুরির আবেদন খারিজ করেছে কোর্টের (Highcourt) ডিভিশন বেঞ্চ। বেঞ্চে ছিলেন বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং বিচারপতি রাজেন্দ্র কুমার।
২০২০ সালে দায়ের করা এই এফআইআরে বলা হয় মোদী, শাহ এবং অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে খারাপ কথা বলেন।
মনসুরির বিরুদ্ধে আইপিসি-র ৫০৪ ধারায় অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে আইটি আইনের ৬৭ নম্বর ধারাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়।
এই ঘটনার পরেই তাঁর বিরুদ্ধে মীরগঞ্জ থানায় ফৌজদারি অভিযোগ করা হয়। এই এফআইআরের বিরুদ্ধেই কোর্টের দারস্থ হন মনসুরি।