ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা (Nupur Sharma)।তাঁর মন্তব্যের কারণে সারা দেশে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নয়টি মামলায় গ্রেফতারির উপরে স্থগিতাদেশ চাওয়ার পাশাপাশি দেশজুড়ে দায়ের হওয়া সব এফআইআর একত্রিত করে দিল্লিতে স্থানান্তরের আবেদন করা হয়েছে ওই আর্জিতে।

 

এমনকী তাঁর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের মন্তব্যের বিরোধিতা করেও আবেদন করেছেন তিনি।তিনি দাবি করেছেন, আদালত যেভাবে তাঁর কঠোর সমালোচনা করেছিল, তাতেই তাঁর বিরুদ্ধে নতুন করে মৃত্যু এবং ধর্ষণের হুমকি আসতে শুরু করেছে।

 

মূলত টিভি চ্যানেলের বিতর্কসভায় নূপুরের পয়গম্বর নিয়ে মন্তব্যের জন্য নূপুর শর্মার (Nupur Sharma) বিরুদ্ধে রাজ্যে রাজ্যে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া এবং হিংসায় উস্কানি দেওয়া’র যে অভিযোগগুলি দায়ের হয়েছিল, সেগুলি এক সঙ্গে দিল্লিতে স্থানান্তরের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলাতেই বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চ নূপুরকে তীব্র ভর্ত্‍সনা করে এবং বলে, দেশে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য দায়ী একা নূপুর।

 

আরো পড়ুন:Agnimitra Paul:নূপুর শর্মার মতো,মহুয়া মৈত্রকে গ্রেফতার করার দাবি কেনো উঠবে না?প্রশ্ন অগ্নিমিত্রার!