তৃতীয় এক দিনের ম্যাচে টসে জিতে আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করবে ভারত। তবে টসের সময় হঠাৎই চমক দিলেন অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) খেলছেন না। তাঁর জায়গায় মহম্মদ সিরাজ দলে এসেছেন। কারণ হিসেবে রোহিত জানিয়েছেন, পিঠের চোটে কাবু বুমরা। তাই ঝুঁকি নিয়ে খেলানো হল না তাঁকে ।
সীমিত ওভারের সিরিজে বুমরা (Jasprit Bumrah) রয়েছেন দুর্দান্ত ছন্দে। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দু’টি উইকেট নেওয়ার পর প্রথম এক দিনের ম্যাচে ১৯ রানে ছ’উইকেট নিয়ে একার হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে। ভারত বিরাট ব্যবধানে সেই ম্যাচে জেতে। দ্বিতীয় ম্যাচেও তিনি দু’টি উইকেট নেন। তবে সিরিজ নির্ণায়ক ম্যাচে তাঁকে না পাওয়ার অভাব কতটা হবে, সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন: PV Sindhu: সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু
সুত্রের খবর, টসে জিতে রোহিত বলেন, “খুব ভালো এবং শক্ত পিচ। মনে হয় ১০০ ওভার একই রকম থাকবে। বিপক্ষ ভাল রান তুললেও অসুবিধা নেই। আগের ম্যাচে আমরা ভাল খেলিনি। কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়েছি। বোলাররা আত্মবিশ্বাসী হয়ে এই ম্যাচে নামছে। আশা করি ইংল্যান্ডকে কম রানেই আটকে রাখতে পারব।”