শুটিং বিশ্বকাপে মেহুলি ঘোষের (Mehuli Ghosh) অসাধারণ সাফল্যের জন্য এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টুইট করে মেহুলিকে শুভেচ্ছা জানিয়েছেন।

মূলত মেহুলি ঘোষ বুধবারই আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপে সোনা এনেছিলেন ভারতের ঘরে।আর বৃহস্পতিবার রুপো জিতলেন মেহুলি ঘোষ।দক্ষিণ কোরিয়া চ্যাংওনে শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে দলগত বিভাগে রুপো জিতেছেন মেহুলি।একের পর এক সাফল্যে নাম লেখাচ্ছেন বাংলার মেয়ে।এরপর বৃহস্পতিবার বিকেলে মেহুলিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখেছেন, ‘আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরমেন্সের জন্য তরুণ অর্জনকারী মেহুলি ঘোষকে আন্তরিক শুভেচ্ছা। তোমার পারফরমেন্স গোটা দেশকে গর্বিত করেছে এবং গোটা বিশ্বকে আরও এক বার দেখিয়ে দিয়েছে যে বাংলার মেয়েদের কাছে আকাশই সর্বোচ্চ সীমা।’

শুটিংয়ের পদক তালিকায় সবার ওপরে ভারত। ইতিমধ্যেই মোট আটটি পদক জিতেছে মেহুলিরা। তারমধ্যে রয়েছে তিনটি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ।

 

আরো পড়ুন:Mamata Banerjee:প্রাতঃভ্রমণে বেরিয়ে ফুচকার পর এবার মোমো বানালেন মুখ্যমন্ত্রী!