আগামী মঙ্গলবার কলকাতায় আসতে পারেন মিঠুন চক্রবর্তী।এমনি কথা বললেন এবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।বালুরঘাটের সাংসদ জানান, মিঠুনদার সঙ্গে কাল বা পরশু দলীয় কার্যালয়ে দেখা হবে আমার। মিঠুনদা আসবেন বলেছেন। কলকাতায় ঢুকছেন উনি। শরীর-স্বাস্থ্য ভাল থাকলে দীলয় কার্যালয়ে আসবেন। পরশু বিকেলে দেখা হচ্ছে ওঁর সঙ্গে।
মূলত প্রথম জীবনে নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে খোলামেলা ছিলেন মিঠুন। সেই নিয়ে গর্ববোধ করতেও দেখা গিয়েছে তাঁকে।পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে করেছিলেন তৃণমূলের ঘর আলোকিত। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি।গত বছর বিজেপির ব্রিগেডের সভায় গেরুয়া পতাকা হাতে তুলে নেন। এরপর নির্বাচনে প্রচার করেছেন সারা বাংলায়। তারপর দীর্ঘ সময় শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়িয়েছিলেন সক্রিয় রাজনীতি থেকে।আবার কলকাতায় ফিরছেন তিনি।এমনকি সক্রিয় রাজনীতিতে তাঁকে দেখা যাবে। সুস্থ মিঠুন, এমনটাই ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
এখন প্রশ্ন উঠছে ফের কি বঙ্গ রাজনীতিতে সক্রিয় হতে চলেছেন মিঠুন?যদিও পদ্মশিবিরের তরফে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই উল্লেখ করা হয়নি।
আরো পড়ুন:Narendra Modi:বাংলায় বিজেপি কর্মীদের খুন করা হচ্ছে, দাবি প্রধানমন্ত্রীর!