টেনিস জীবনের শেষ উইম্বলডন ডাবলসে বিদায় সানিয়া মির্জার (Sania Mirza)। উইম্বলডনে ডাবলস অভিযান সুখের হল না তাঁর। প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল সানিয়াকে। চেক প্রজাতন্ত্রের লুসি রাদেকার সঙ্গে জুটি বেধে লড়াই করেও হেরে গেলেন তিনি।
উইম্বলডনেও রাদেকার সঙ্গে জুটি বেধেছিলেন সানিয়া (Sania Mirza)। তবে তাঁদের জুটি লড়াই করেও পেল না দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র। সুত্রের খবর, পোলিশ-ব্রাজিলীয় জুটি ম্যাগডালেনা ফ্রেচ-বিত্রোজ মাইয়ার কাছে সানিয়ারা হারলেন ৪-৬, ৬-৪, ৬-২ ব্যবধানে। প্রথম সেট জিতে এগিয়ে গেলেও পরের দু’টি সেট হেরে যান সানিয়ারা। ফলে উইম্বলডনের ডাবলসে শেষ হয়ে গেল সানিয়ার যাত্রা। প্রসঙ্গত, ২০১৫ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে উইম্বলডনে মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হন সানিয়া।
আরও পড়ুন: Mohammed Shami: বিশ্বকাপের দলে কি থাকবেন না শামি!
যদিও ডাবলসে সানিয়া (Sania Mirza) হেরেছেন তবুও উইম্বলডন অভিযান শেষ হচ্ছে না তাঁর। শুক্রবার মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে খেলবেন তিনি। মিক্সড ডাবলসে তাঁর সঙ্গী ক্রোয়েশিয়ার মেট প্যাভিচ। প্রথম রাউন্ডে সানিয়াদের প্রতিপক্ষ নাতেলা জালামিডজে-ডেভিড ভেগা হার্নান্ডেজ জুটি।