ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে থাকবে না বিরাট কোহলী (Virat Kohli), রোহিত শর্মা-সহ ভারতীয় দলের একাধিক প্রথম সারির ক্রিকেটাররা। প্রথম ম্যাচে তাঁদের দেওয়া হয়েছে বিশ্রাম। আর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচক কমিটি।
যদি ম্যাচ পাঁচ দিনই চলে তবে এজবাস্টন টেস্ট শেষ হওয়ার কথা ৫ জুলাই। কিন্তু তার ঠিক দু’দিন পরেই সাউদাম্পটনে রয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফলে এজবাস্টন টেস্টে খেলা ক্রিকেটাররা বিশ্রাম পাবেন না। তাই ৬-৮ জুলাই, এই তিন দিন রোহিত, কোহলী (Virat Kohli), যশপ্রীত বুমরা, ঋষভ পন্থের মতো প্রথম সারির ক্রিকেটারদের দেওয়া হয়েছে বিশ্রাম।
আরও পড়ুন: Deepak Hooda: শতরানের পর কি বললেন দীপক হুডা
আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচে যে দল খেলেছিল, তারাই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে খেলবে। ডাবলিন থেকে সেই দল ইংল্যান্ডের ডার্বিশায়ারে ইতিমধ্যে চলেও এসেছে। সেখান থেকে তারা সাউদাম্পটনের উদ্দেশে রওনা দেবে। কোহলীরা (Virat Kohli) এজবাস্টনেই থাকবেন। সেখানেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।