সারদা এবং নারদা কাণ্ডের মামলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে দ্বারস্থ হলেন তৃণমূল (TMC) কংগ্রেসের প্রতিনিধিরা।

 

অভিযোগ উঠছে বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত বিজেপির নেতাদের কেন গ্রেফতার করা হবে না?আর সেই দাবি তুলে সোমবার থেকেই পথে নামতে শুরু করেছে শাসকদল। সোমবারই কাঁথি সহ কলকাতা সিজিও কমপ্লেক্সে এবং হলদিয়াতে সভা করেছেন বাংলার শাসকদল। সোমবারের পর এবারে মঙ্গলবার ওই একটি দাবি নিয়েই রাজভবনে দ্বারস্থ হলেন তৃণমূল (TMC) কংগ্রেসের প্রতিনিধিরা।

 

মঙ্গলবার ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করার দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড় এর কাছে পোঁছে গিয়েছেন তৃণমূল (TMC) এর আট সদস্যের প্রতিনিধি দল। যাদের নেতৃত্বে রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রয়েছেন কুণাল ঘোষও। সেই সাথে প্রতিনিধি রয়েছেন ফিরোজা বিবি।

 

২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে মৃত গ্রামবাসীদের মধ্যে ছিলেন ফিরোজার পুত্র শেখ ইমদাদুল। সেই সময় থেকেই তাঁকে সামনে রেখে তত্‍কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বাম সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই ফিরোজাকেই আবার আন্দোলনের প্রথম সারিতে তুলে আনার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। ‘নন্দীগ্রামের মা’-কে সামনে আনা হলো অধুনা নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে।সব মিলিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত।শেষ পর্যন্ত কি হয় এখন সেটাই দেখার।

 

আরো পড়ুন:Suvendu Adhikari:শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে ‘ধর্মতলা চলো’ দেওয়াল লিখনকে ঘিরে তুমুল উত্তেজনা!