সেরিনা উইলিয়ামস (Serena Williams) কোর্টে ফিরেছেন প্রায় এক বছর পর। ওয়াইল্ড কার্ড পেয়েছেন উইম্বলডনের। আবার কোর্টে ফিরতে পেরে খুশি তিনি। তবে খুশি হলেও উইম্বলডনে কেমন পারফরম্যান্স করবেন তা নিয়ে কিছুটা সংশয়ে রয়েছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর।
২৩টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের সাতটিই সেরিনা (Serena Williams) জিতেছেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের কোর্টে। সুত্রের খবর, প্রতিযোগিতা শুরুর আগে তিনি বলেছেন, ‘‘আমি জানি না। এখনও অবসর ঘোষণা করিনি। আমাকে শারীরিক এবং মানসিক ভাবে মানিয়ে নিতে হবে। সত্যি বলতে এ বারের উইম্বলডন নিয়ে আমার কোনও পরিকল্পনা নেই। শুধু জানতাম কবে নাগাদ কোর্টে ফিরতে পারব। কী অবস্থায় ফিরব জানতাম না।’’
আরও পড়ুন: Jake Paul: লাইভ রেকর্ডিংয়ের সময় বক্সারকে যৌন উদ্দীপক বার্তা প্রেমিকার
পাশাপাশি সেরিনা (Serena Williams) আরও বলেছেন, ‘‘গত বছর খুব খারাপ কেটেছে। হ্যামস্ট্রিং বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেউ চায় না এমন চোট লাগুক। ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছে।’’ যোগ করেন, ‘‘এতগুলো দিন র্যাকেট ছাড়া কাটাতে হবে কখনও ভাবিনি। একটা সময় খুব ক্লান্ত লাগছিল। দ্রুত সুস্থ হওয়ার জন্য সব কিছু করেছি। প্রতি দিন উঠে দাঁড়াতে চেষ্টা করতাম। কিন্তু পারতাম না। চোটটা খুব গুরুতর ছিল। বেশ ভুগিয়েছে আমাকে। একটুও মজা করছি না।’’