এবার নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অমিত শাহ (Amit Shah)।গতকাল গুজরাট দাঙ্গা নিয়ে অবশেষে সুপ্রিম কোর্ট তত্‍কালীন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির সহ অন্যান্য মন্ত্রীদের বেকসুর খালাস করেছে। এই মামলা বাতিল করে দিয়েছে আদালত। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এদিন প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন মোদির অন্যতম সৈনিক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

 

অমিত শাহ (Amit Shah) এদিন বলেন, ‘ভগবান শঙ্করের বিষপানের মতো সব সহ্য করেছেন নরেন্দ্র মোদী। এই নিয়ে তিনি একটিও শব্দ বলেননি গত ১৮-১৯ বছরে। দীর্ঘদিন ধরে একা এই লড়াই করে গিয়েছেন তিনি। আমি তাঁকে খুব কাছ থেকে দেখেছি। তিনি একজন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন ব্যক্তি ছিলেন বলেই মামলাটি বিচারাধীন থাকাকালীন তিনি কিছু বলেননি এই নিয়ে।’

 

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধীকে সমন জারি করে জেরা করেছে ইডি। এর প্রতিবাদে ইডির দপ্তরের বাইরে তুমুল প্রতিবাদ প্রদর্শন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। এই নিয়েই রাহুলকে বিঁধছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর উদাহরণ দিয়ে বলেন, ‘সিটের সামনে হাজিরা দিতে মোদিজি কোনও নাটক করেননি।’অমিত শাহ (Amit Shah) আরও বলেন, ‘দৃষ্টান্ত স্থাপন করেছেন মোদিজি। তিনি দেখিয়েছেন কীভাবে সংবিধানকে সম্মান করতে হয়। তাঁকে জেরা করা হয়েছিল কিন্তু কেউ ধর্না দেয়নি এবং কোনও কর্মীকে তাঁর পাশে দাঁড়াতে আসেনি।’

 

আরো পড়ুন:Dilip Ghosh:’তৃণমূলের কত জন নেতা নেত্রী চাকরি পেয়েছেন,তার তালিকা আছে’ দাবি দিলীপ ঘোষের!