চোট না সারায় ইংল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন কেএল রাহুল (KL Rahul)। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে চিকিৎসার জন্য জার্মানি পাঠাচ্ছে। একথা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ইংল্যান্ড সফরের দলে তিনি সহ-অধিনায়ক ছিলেন।

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক ছিলেন রাহুল (KL Rahul)। এই সিরিজ শুরুর আগেই অনুশীলনে কুঁচকিতে চোট পেয়ে ছিটকে যান তিনি। ফলে দিল্লি থেকে তিনি চলে যান বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ)। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। গত শনিবার রাহুলকে ফিটনেস পরীক্ষা দিতে বলা হয়। তাঁর ফিটনেস সন্তোষজনক নয় বলে জানিয়েছে এনসিএ। আরও জানানো হয়েছে, রাহুল এখনও সম্পূর্ণ চোট মুক্ত নন। এনসিএ-র রিপোর্ট পাওয়ার পর রাহুলকে চিকিৎসার জন্য জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড কর্তারা।

আরও পড়ুন: Devon Conway: নিউজিল্যান্ড শিবিরে ফের করোনার থাবা, আক্রান্ত কনওয়ে

সুত্রের খবর, বোর্ডের এক কর্তা এই বিষয়ে জানিয়েছেন, ‘‘রাহুলের (KL Rahul) চোট সে ভাবে সারছে না। এটা একদমই ভাল লক্ষণ নয়। তাই আরও ভাল চিকিৎসার জন্য ওকে জার্মানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ য়দিও জার্মানির কোথায় রাহুলের চিকিৎসা হবে সে ব্যাপারে বোর্ডের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।