আজ ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ আগরতলায় প্রচার করবেন তিনি।সেখানে বেলা ১২টা নাগাদ রোড শো শুরু করবেন তিনি।তারপর আবার দ্বিতীয় দফায় প্রচার করবেন তিনি আগামী ২০ জুন।

 

জানা যায় আজ টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শোয়ের পর নির্বাচনী সভাও করবেন তিনি।এই দুটি বিধানসভা কেন্দ্রেই ২৩ জুন উপনির্বাচন রয়েছে।তাই ২০ জুন ফের ত্রিপুরায় প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

 

তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দুই দফায় প্রচার চালাবেন। মঙ্গলবার, তিনি একটি রোড শো করবেন এবং এর শেষে একটি সভায় থাকবেন। জরুরি কাজে তাঁকে দিল্লি যেতে হবে তাই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস তাঁকে ২০ জুন আবার ত্রিপুরায় আসার অনুরোধ জানিয়েছে।”

 

প্রসঙ্গত ২০২২ এ ত্রিপুরার নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস্তুত আটকে রেখেছিল বিপ্লব দেব সরকার। তৃণমূলের প্রচার নিয়ে বেশ কিছুবার রণক্ষেত্রর চেহারা নেয় আগরতলা। এবার বিপ্লব দেব ইস্তফা দেবার পর মানিক সাহা মুখ্যমন্ত্রী হয়েছেন। তাতে কি নতুন কিছু দেখা যাবে ত্রিপুরায়? নাকি পুরোনো ঘটনার পুনরাবৃত্তি হবে।এখন সেইটাই দেখার।

 

আরো পড়ুন:Abhishek Banerjee:উপনির্বাচনের একগুচ্ছ কর্মসূচি নিয়ে, আগামী সপ্তাহেই ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক