বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এসেছেন (Nupur Sharma) নূপুর শর্মা। হজরত মহম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠতে তাঁকে সাসপেন্ড করেছে বিজেপি।

যদিও এই ঘটনার রেশ এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্য দেশেও। এ প্রসঙ্গে মঙ্গলবার মুখ খুললেন নূপুর।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আলোচনা সভায় গিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে।

ওই অভিযোগের ভিত্তিতে নূপুরের বিরুদ্ধে মামলাও রুজু হয়। রবিবারই ‘আপত্তিকর’ ওই মন্তব্যের জেরে নূপুরকে দল থেকে বরখাস্ত করেছে বিজেপি।

এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি কার্যত সংগঠনে থেকেই বড়ো হয়েছি। আমি তাদের সিদ্ধান্তকে সম্মান করি এবং মেনে নিচ্ছি’।

অন্য দিকে, একই অভিযোগে বিজেপি থেকে বহিষ্কৃত হওয়ার কয়েক দিন পরে, পার্টির প্রাক্তন দিল্লি মিডিয়া প্রধান নবীনকুমার জিন্দল মঙ্গলবার

দাবি করেছেন, তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘খুনের হুমকি’ পেয়েছেন।

প্রসঙ্গত, নূপুর এবং নবীনের মন্তব্যের জন্য বেশ কয়েকটি উপসাগরীয় দেশ তীব্র আপত্তি জানানোর পর পরই কঠোর পদক্ষেপ নিয়েছে বিজেপি। তবে এর আগেই নি:শর্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন নূপুর (Nupur Sharma)।

এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে টেলিভিশনের অনুষ্ঠানে দলীয় নেতৃত্বের অংশগ্রহণে ‘লক্ষ্মণ রেখা’ টেনে দিয়েছে বিজেপি।

এ দিন জানানো হয়েছে, শুধুমাত্র অনুমোদিত মুখপাত্র এবং প্যানেলিস্টরাই এ বার টিভি বিতর্কে অংশ নেবেন।

শুধু তাই নয়, এই বক্তাদের নিয়োগ করবে বিজেপির মিডিয়া সেল। কোনো ধর্ম, তার প্রতীক বা ধর্মীয় ব্যক্তিত্বের সমালোচনা করা নিয়ে সতর্কও করা হয়েছে মুখপাত্রদের।