ফরাসি ওপেনে খেতাব জিতেছেন ইগা শিয়নটেক (Iga swiatek)। শীর্ষে থাকা শিয়নটেক নিজের অবস্থান আরও মজবুত করলেন। খেতাব জেতায় বেড়েছে তাঁর পয়েন্ট। টেনিসে মহিলাদের ক্রমতালিকায় শীর্ষে থাকা পোল্যান্ডের শিয়নটেক পয়েন্টের বিচারে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে। দ্বিতীয় স্থানে থাকা অ্যানেট কন্টাভেটের দ্বিগুণের বেশি পয়েন্ট রয়েছে শিয়নটেকের।
সুত্রের খবর, টেনিসের নতুন যে ক্রমতালিকা দেওয়া হয়েছে সেখানে শিয়নটেকের (Iga Swiatek) পয়েন্ট ৮৬৩১। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা কন্টাভেটের পয়েন্ট ৪৩০৫। মহিলাদের টেনিসে ১০ সপ্তাহ ধরে শীর্ষে রয়েছেন শিয়নটেক। গত ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার অ্যাশ বার্টি অবসর নেওয়ার পর শীর্ষস্থান দখল করেছিলেন।
আরও পড়ুন: Umran Malik: উমরানকে টেক্কা দিতে পারেন অর্শদীপ সিংহ
পাশাপাশি ক্রমতালিকায় প্রথম বারের জন্য দ্বিতীয় স্থানে উঠেছেন কন্টাভেট। তিনি ফরাসি ওপেনে প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেও বছরের শুরুতে পর পর এটিপি প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। তার মধ্যে সেন্ট পিটার্সবার্গে ট্রফি জিতেছিলেন। দোহাতে রানার আপ হয়েছিলেন। আর সেখানেও চ্যাম্পিয়ন হয়েছিলেন শিয়নটেক (Iga Swiatek)।