হয়তো এই মুহূর্তে ভারতের দ্রুততম জোরে বোলার উমরান মালিক (Umran Malik)। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম একাদশ বেছে নিতে গেলে উমরান পিছিয়ে পড়তে পারেন। আর তাঁকে টেক্কা দিতে পারেন অর্শদীপ সিংহ। সোমবার অনুশীলনে নেমেছিল ভারতীয় দল। ওইদিন নেটে অর্শদীপের বোলিং বাকিদের চমকে দেয়।
অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংই নাকি উমরানের (Umran Malik) থেকে তাঁকে আলাদা করে দিতে পারে। সোমবারের অনুশীলনে উমরান দ্রুত গতিতে বল করার চেষ্টা করছিলেন। ঋষভ পন্থ ততধিক জোরে তাঁর বল বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন। তুলনায় অর্শদীপ অনেক কম সময় বল করেছেন। তাঁর অনুশীলন খুঁটিয়ে দেখেন বোলিং কোচ পরশ মামব্রে। পাশাপাশি অর্শদীপ ইয়র্কার দেওয়ার ব্যাপারেও উমরানের থেকে এগিয়ে।
আরও পড়ুন: MS Dhoni: ধোনির সম্পর্কে কি বললেন প্রিটোরিয়াস
প্রথম একাদশে অর্শদীপকে জায়গা দিতে গেলে ভুবনেশ্বর কুমার, হর্ষল পটেল, আবেশ খানদের মধ্যে কাউকে বসাতে হবে। ভুবনেশ্বর এ দিন মাত্র ১৫ মিনিট বোলিং করেন। হর্ষল এ দিন বিশ্রাম নেন। অন্যদিকে যুজবেন্দ্র চহাল বা হার্দিক পাণ্ড্যকেও বোলিং করতে দেখা যায়নি ওইদিন।