নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল নেতার।এবার বিজেপির (BJP) বিরুদ্ধেও উঠল একই অভিযোগ।জানা যায় কল্যাণী এইমস হাসপাতালে নিজেদের প্রভাবের অপব্যবহার করে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ২ বিজেপি সাংসদ, ২ বিজেপি বিধায়ক সহ মোট ৮ জনের বিরুদ্ধে।

তাঁদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং দুর্নীতিদমন আইনে অভিযোগ আনা হয়েছে। ওই মামলার তদন্ত করছিল কল্যাণী থানা। বৃহস্পতিবার তদন্ত সংক্রান্ত নথি পুলিশ তুলে দিয়েছে সিআইডির হাতে।

মে মাসের দ্বিতীয় সপ্তাহে সরিফুল ইসলাম নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা অভিযোগ করেন কল্যাণী থানায়। সরিফুলের বক্তব্য, তিনি এমসের এক জন চাকরিপ্রার্থী। সরিফুলের দাবি, তিনি জানতে পেরেছেন বিজেপি নেতাদের একটি অংশ টাকার বিনিময়ে নিজেদের প্রভাব খাটিয়ে কল্যাণীর এমসের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দিয়েছেন অনেককে। এর পর এমসের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন তিনি।

 

আরো পড়ুন:GST:জিএসটি ক্ষতিপূরণ নিয়ে হাস্যকর মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির,তা নিয়ে শ্লেষ অমিত মিত্রর