জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) এ বার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে পারবেন কিনা তা নিয়ে অনেকের যথেষ্ট জল্পনা ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন স্টুয়ার্ট ব্রড এবং জিমি অ্যান্ডারসন। তার আগে, মঙ্গলবার, সাংবাদিকদের সামনে এসে ব্রড বলে যান, তিনি সর্বস্ব দিয়ে ঝাঁপাতে তৈরি।

সুত্রের খবর, ৩৫ বছর বয়সি পেসার ব্রড (Stuart Broad) ইংল্যান্ডের হয়ে ৫৩৭টি টেস্ট উইকেট নিয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের জার্সিতে আবার মাঠে নামার সুযোগ পেলে তাঁর কাছে সেটা অভিষেক টেস্টের মতোই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বাদ পড়েছিলেন ব্রড-অ্যান্ডারসন।বর্ষীয়ান এই পেসারকে বাদ পড়ার ক্ষত আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘একদমই নেই। আমি ঠিক আছি। আগ্রাসী মানসিকতা নিয়েই খেলতে নামব এবং মাঠে নেমে নিজের সর্বস্ব দেব।’’

আরও পড়ুন: Rohit Sharma: এবারের আইপিএল নিয়ে কী বললেন রোহিত শর্মা

পাশাপাশি ব্রড (Stuart Broad) আরও বলেন, ‘‘আমি ব্যাপারটা দেখছি এই ভাবে যে, এখনও কোনও টেস্ট খেলিনি দেশের হয়ে। এবং, আমার কোনও অভিজ্ঞতাও নেই। টেস্ট অভিষেকের সময় কেউ বেশি দূরের কথা ভাবে না। শুধু মাঠে নামার জন্য উত্তেজিত থাকে।’’ যোগ করেন, ‘‘তরতাজা হয়ে মাঠে নামতে চাই।’’