ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) রঞ্জি ট্রফির নক আউট পর্বে বাংলার হয়ে খেলবেন না। শুক্রবার এবিষয়ে জানিয়ে দিল বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। তাঁর বদলে নিয়ে যাওয়া হতে পারে শাকির হাবিব গাঁধীকে।
সুত্রের খবর, বৃহস্পতিবার সিএবি-র তরফে অভিষেক ডালমিয়া এবিষয়ে বললেন, “সিএবি চেয়েছিল ঋদ্ধিমান (Wriddhiman Saha) বাংলার হয়ে খেলুক। রঞ্জি নক আউটের কঠিন লড়াইয়ে তাঁকে দলে চেয়েছিলাম আমরা। ঋদ্ধিমানকে আমি সেই কথা বলেও ছিলাম। ওঁর না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ঋদ্ধিমান জানিয়ে দিয়েছেন যে তিনি খেলবেন না।”
আরও পড়ুন: Daniil Medvedev: জয়ের ফলে তৃতীয় রাউন্ডে মেদভেদেভ
অন্যদিকে বাংলার কোচ অরুণ লাল নিজে ফোন করেছিলেন ঋদ্ধিমানকে (Wriddhiman Saha)। তিনি ঋদ্ধিকে খেলতে বলেছিলেন। মাঠে নেমে জবাব দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই কথা রাখলেন না ঋদ্ধিমান।