এবারের আইপিএল থেকে বিদায় নিয়েছে ঋষভ পন্থের (Rishabh pant) দল দিল্লি ক্যাপিট্যালসে। তবে বিদা‌য় নিলেও পন্থকে নিয়ে এখনও চর্চা অব্যাহত। যদিও তা বাইশ গজের বাইরে কিছু ঘটনার কারণে। জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালস অধিনায়কের ১.৬৩ কোটি টাকা প্রতারণ করে নেওয়া হয়েছে। প্রতারকের নাম মৃনাঙ্ক সিংহ, যিনি নিজেও হরিয়ানার ক্রিকেটার। আপাতত অন্য এক মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।তাঁকে গ্রেফতার করা হয় এক ব্যবসায়ীকে প্রতারিত করার অভিযোগে।

সুত্রের খবর, এই ক্রিকেটারের স্বভাবই ছিল নাকি সতীর্থ ও বন্ধুদের দামী ব্র্যান্ডেড গয়না, ঘড়ি, ব্যাগ, মোবাইল ফোন ও নানা ধরনের ই-সরঞ্জাম কম দামে দেওয়ার প্রলোভন দেখানোর। পন্থ (Rishabh pant) অবশ্য গতবছরই মৃনাঙ্কের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন। একটি চেক বাউন্স করার পরে যা প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: Rajat Patidar: বেঙ্গালুরু-লখনউ ম্যাচে, সেরা রজত পতিদার

মৃনাঙ্ক পন্থকে (Rishabh pant) প্রলোভিত করেছিলেন বেশ কয়েক জন তারকার নাম করে। ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটারের কাছে নানা মহার্ঘ জিনিস তিনি চাইতেন অনেক বেশি দামে বিক্রি করতে। তবে শেষ মুহূর্তে সবটাই পরিস্কার হয়ে যায়।