ড্যানিল মেদভেদেভকে (Daniil Medvedev) উইম্বলডন হয়তো নির্বাসিত করেছে। কিন্তু ফরাসি ওপেনে সুরকির কোর্টে তাঁকে খেলতে কেউ বাধা দেয়নি। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছেন মেদভেদেভ। বৃহস্পতিবার তিনি উঠে গেলেন তৃতীয় রাউন্ডে। তিনি লাসলো জেরেকে হারালেন ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে।

সুত্রের খবর, ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত ফরাসি ওপেনে এক বারও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেননি মেদভেদেভ (Daniil Medvedev)। প্রতি বারই প্রথম রাউন্ডে হেরেছেন। গত বার সেই ‘প্রথা’ ভেঙে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছন। এ বার তিনি দু’টি ম্যাচই সরাসরি সেটে জিতেছেন। মাত্র ১৬টি গেম হারিয়েছেন। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই মেদভেদেভ এ বার বিশ্বের ২৮ নম্বর মিয়োমির ক্রেচমানোভিচের বিরুদ্ধে খেলবেন।

আরও পড়ুন: Virat Kohli: ছুটে ছুঁতে আসছেন বিরাটকে, ইডেনের পুলিশ তাঁকে তুলে ফেলে দিল বাইরে

অন্যদিকে রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ একই অর্ধে থাকায় যে কোনও একজন উঠবেন সেমিফাইনালে। ফলে দু’টি পথের কাঁটার মধ্যে একটি সরেই যাবে মেদভেদেভের (Daniil Medvedev) সামনে থেকে।