বর্তমানে একটি ছবি নিয়ে বাংলাদেশে উঠেছে নানা আপত্তি। মুজিব:মেকিং অফ দ্য নেশন ছবির ট্রেলার ঘিরে শোরগোল বেঁধে গেছে বাংলাদেশের জনতার মধ্যে । কান উৎসবে মুক্তি পেয়েছিল এই ছবিটির ট্রেইলার আর তারপর থেকেই বিতর্কের শেষ নেই । ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে বঙ্গবন্ধুর এই জীবন চিত্র। এই ছবি পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। প্রধান চরিত্র অর্থাৎ বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরফিন । বাংলাদেশের অশান্ত পরিস্থিতি , শেখ মুজিবুর রহমানের কাজ এর জীবন এবং পারিবারিক জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে । তবে দাবি তোলা হচ্ছে অনেক আপত্তিকর বিষয় তুলে ধরা হয়েছে যা জনতার মেনে নিতে পারছে না। এছাড়াও জানা যাচ্ছে ট্রেলারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পতাকা দু’রকম দেখানো হয়েছে যা নিয়ে সমালোচনার মুখোমুখি পড়েছেন পরিচালক এবং পুরো টিম ।অবশ্য টিমের তরফ থেকে দাবি করা হয়েছে যে যাতে প্রত্যেকে সিনেমাটি পুরোটা দেখার পরই সমালোচনা করে।

পরিচালক যদিও দাবি করেছেন যে কারণে ছবিটির উদ্বোধনী যথেষ্ট সফল ।সেখানে বাংলাদেশের তথ্য মন্ত্রী কোন রাষ্ট্রদূত এর উপস্থিতিতে কোন সমস্যা বা সমালোচনার সম্মুখীন হতে হয় নি পরিচালককে । কিন্তু জনতার মধ্যে এই বিতর্কিত আলোড়ন কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন পরিচালক শ্যাম বেনেগাল।

আরও পড়ুন: Chicken 65: চিকেনের একটি দুর্দান্ত রেসিপি চিকেন 65, রইল রেসিপি