আইপিএলের এই মরসুমে প্লে-অফ থেকে ছিটকে গেছে চেন্নাই। ছম এস ধোনি (MS Dhoni) এ বারের আইপিএলে তাঁর শেষ ম্যাচ খেলে উঠে জানিয়ে দিলেন, পরের বছর তরুণদের নিয়ে নতুন উদ্যমে ফিরে আসবে চেন্নাই সুপার কিংস। যাঁদের নেতৃত্বে দেখা যাবে ধোনিকেই।
সুত্রের খবর, গতবারের চ্যাম্পিয়ন দল এ বার প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না। এই প্রশ্ন করা হয়েছিল ধোনিকে (MS Dhoni)। সেই প্রশ্নের জবাবে ধোনি বলেছেন, ‘‘অনেক নতুন ক্রিকেটারকে নিয়ে এ বারের দল তৈরি হয়েছিল। ওরা যে যে’কটা ম্যাচই খেলুক না কেন, অনেক কিছুই শিখেছে বলে আমি মনে করি। যেটা আগামী বছরের আইপিএলে ওদের অনেক পরিণত করে দেবে।’’ নবাগত পেসার মুকেশ চৌধরির উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘মুকেশ তো সব ম্যাচই খেলেছে। প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পর্যন্ত ছেলেটার খেলা লক্ষ্য করলেই স্পষ্ট হয়ে যায়, ও কী ভাবে উন্নতি করেছে। বিশেষ করে ডেথ ওভারে যে ভাবে বল করছে, সেটা দেখে ইতিবাচক”।
আরও পড়ুন: IPL 2022 : দিল্লির বিরুদ্ধে মুম্বাইয়ের জয়ের ফলে প্লে-অফে প্রবেশ ব্যাঙ্গালোরের
পাশাপাশি ধোনি (MS Dhoni) আরও বলেন, , ‘‘এই আইপিএল থেকে যে ধরনের শিক্ষা মুকেশ পেল, তা পর্যালোচনা করেই নিজেকে উন্নত করে তুলতে হবে। আমরা নতুন ক্রিকেটারদের কাছ থেকে এটাই চাই।’’ যোগ করেন, ‘‘একবার ওরা অভিজ্ঞতা অর্জন করে ফেললে পরের বারের লড়াইয়ের আঙ্গিক এ বারের মতো থাকবে না। আমরা সেটাই চাইছি। ওরা যেটুকু সুযোগ পেয়েছে, তা দারুণ কাজে লাগিয়েছে। এটাও কম কথা নয়।’’