নির্বাচনের শেষ দফায় উত্তরপ্রদেশে গিয়ে বিজেপিকে হুমকি মমতার (Mamata)।
উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ দফার প্রচারে বিজেপিকে উত্খাতে ডাক দিতে তিন দশক আগে বাবরি মসজিদ ধ্বংসের সময়কার স্লোগান ফিরিয়ে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার বারাণসীর ঘাটে দাঁড়িয়ে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে তিনি বলে উঠলেন, ‘এক ধাক্কা অউর দো/ পুরো ইউপি সে ফেক দো।’
বহু চর্চিত স্লোগানের পরবর্তী অংশ আজকের সময়ের জন্য অদলবদল করে নিলেন নেত্রী।
বুধবার সন্ধ্যায় বারাণসীতে পা দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এদিনের সভা থেকে তার জবাব দিয়ে মমতা বললেন, “বিজেপি হারবে জেনেই আমাকে এখান থেকে ফেরাতে চায়।
কিন্তু জেনে রাখুন, আমাকে এভাবে ভয় দেখানো যাবে না। আমি ভীতু নই। এ যেন শত্রুর কথাতেই শত্রুকে ঘায়েল করার মন্ত্র।”
৭ তারিখ উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ দফা ওইদিন সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে সেখানেই গিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
বারাণসীর ঘাটে সেই প্রচারসভা থেকে তাঁর হুঙ্কার, ‘জীবনে প্রচুরবার হামলার মুখে পড়েছি আমি। সামনে থেকে লড়েছি। আমাকে হারানো, ভয় পাওয়ানো এত সহজ নয়।’
এদিন মমতার (Mamata) আগে অখিলেশ যাদব জয়া বচনের মতো তারকা নেতানেত্রীরা বক্তব্য রাখেন।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দু’বার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সময় পা রাখলেন।
এক ধাক্কা অউর দো’-এই স্লোগান তুলে উত্তরপ্রদেশ থেকে বিজেপি সরকারকে উপড়ে ফেলার হুমকি দিলেন তিনি। স্পষ্ট বললেন, ‘পুরো উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উপড়ে ফেলুন।’