বুধবারই বীরভূমে যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা (Subhendu Adhikary) শুভেন্দু অধিকারী।
যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। জে পি নাড্ডার পাঠানো পাঁচ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে যোগ দেবেন অর্জুন সিং।
বিজেপি সূত্রের খবর, অর্জুন সিং আগামিকাল রামপুরহাটের ঘটনাস্থলে যাবেন।
দিল্লি নেতৃত্বের পাঠানো পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বুধবার রামপুরহাট পৌঁছালে, তাঁদের সঙ্গে যোগ দেবেন তিনি।
মঙ্গলবার বিকেলেই দিল্লি থেকে ট্রেনে করে রওনা দিয়েছেন তিনি। বুধবার আসানসোল পৌঁছে সেখান থেকে ফের ট্রেন ধরে রামপুরহাট পৌঁছাবেন অর্জুন সিং।
ভারতী ঘোষ আলাদা যাবে কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে।
মনোজ টিগ্গাও এমএলএ হোস্টেল থেকে বিজেপি বিধায়কদের একটি দল নিয়ে রওনা দেবেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।
বিজেপি নেতাদের ধারণা, পুলিস মাঝপথে তাঁদের আটকে দিতে পারে। এমন হলে, যেখানে পুলিশ আটকাবে, সেখানে বসে পড়বেন তাঁরা । সেখানেই চলবে অবস্থান বিক্ষোভ।
শুভেন্দু (Subhendu Adhikary) আসানসোল হয়ে বোলপুরে যাবেন এবং তারপর সেখান থেকে ঘটনাস্থলে পৌঁছাবেন বলে খবর।
বগটুই হত্যাকান্ডের ইস্যুকে হাতিয়ার করে রাজ্য সরকারকে আরও চাপে ফেলতে চাইছেন বিজেপি নেতারা।
মঙ্গলবার দুপুরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা।
সেখান থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার জানান, রাজ্যের থেকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সন্ধ্যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল গঠন করে দেন বগটুই কাণ্ডে পরিদর্শনের জন্য। ওই প্রতিনিধি দলে রয়েছেন চার অবসরপ্রাপ্ত আইপিএস।