শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) বেশিদিন বিজেপিতে থাকবেন না, বিস্ফোরক দাবী পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের।
তিনি শুভেন্দুকে মীরজাফর বলেও কটাক্ষ করেন। ১০৮ টি পৌরসভা ভোটের জন্য দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার
বারুইপুরে প্রচারে আসেন ফিরহাদ। সেখানেই এই মন্তব্য করেন তিনি।
ফিরহাদ বলেন, ‘আজকাল মীরজাফর ও দলত্যাগকারীরা বিরোধী দলের নেতা। তবে, শুভেন্দু অধিকারী বেশিদিন
থাকবেন না। তিনিই ময়দানে একা, অন্য সব বিজেপি নেতারা ঘরে ঢুকে পড়েছেন।’
কোনও মূল্যেই শুভেন্দু অধিকারীকে তৃণমূলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু যেভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ ক্ষুব্ধ।
এর আগে অনেকবার শুভেন্দুর (Subhendu Adhikary) তৃণমূলে ফেরার গুঞ্জন ওঠে।
শুভেন্দু সেই দাবী প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে, তৃণমূলে ফিরে যাওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই।
প্রসঙ্গত, গত বছর বাংলা বিধানসভা নির্বাচনের আগে, তৃণমূল কংগ্রেসের অনেক নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন।
তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল বিজয়ের পরে, অনেক নেতা একে একে দলে ফিরে এসেছেন।
এর মধ্যে রয়েছেন মুকুল রায়, রাজীব ব্যানার্জী, সব্যসাচী দত্ত প্রমুখ। শুধু তাই নয়, বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে।
এবারে শুভেন্দুর তৃণমূলে ফেরা নিয়ে আরও একবার জল্পনা উস্কে দিলেন পরিবহণ মন্ত্রী। আর সেই জল্পনা আদৌ কতটা ফলপ্রসূ হয়, না কেবল জল্পনা হয়েই থেকে যায়, সেটাই এখন দেখার।