রাষ্ট্রপতি পুরস্কার ( Presidential Award ) পাচ্ছেন বাঁকুড়া ও বিষ্ণুপুরে কর্মরত কনস্টেবল ও হেড কনস্টেবল।

দুই ব্যক্তির জীবন রক্ষা করে বিশেষ সম্মান পাচ্ছে আদ্রা ডিভিশনের দুই আর পি এফ জওয়ান।

এই পুরস্কার পাচ্ছেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেল পুলিশের একজন কনস্টেবল ও একজন হেড কনস্টেবল।

সোমবার দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন এর মন্ডল নিরাপত্তা কমিশনার দিব্যজ্যোতি চ্যাটার্জী একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান।

এদিন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি জানান , আদ্রা ডিভিশনের এক কনস্টেবল বঙ্গু নরসিমহা রাও পাচ্ছেন জীবনরক্ষা পদক ও নগদ এক লক্ষ টাকা।

এছাড়াও এক হেড কনস্টেবল সঞ্জিত কুমার রাম পাচ্ছেন উত্তম জীবনরক্ষা পদক এবং সঙ্গে নগদ দেড় লক্ষ টাকা।

দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রেল পুলিশের মন্ডল নিরাপত্তা কমিশনার দিব্যজ্যোতি চ্যাটার্জী জানান,

‘বঙ্গু নরসিমহা রাও ও সঞ্জিত কুমার রাম উভয়েই দুই ব্যক্তি কে রেল স্টেশনে আত্মহত্যা করার

থেকে রক্ষা করেন নিজের জীবনকে বাজি লাগিয়ে তাই তাদের স্বয়ং রাষ্ট্রপতি তুলে দেবেন পদক ।

এছাড়াও তাদের নগদ পুরস্কার ( Presidential Award ) তুলে দেবেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার।

অপরদিকে, বাঁকুড়ায় কর্মরত রেল পুলিশের কনস্টেবল বঙ্গু নরসিমহা রাও নিজের জীবন ঝুঁকিতে ফেলে রেলের সামনে

ঝাঁপ দেওয়া এক ব্যাক্তি কে উদ্ধার করে তার জীবন রক্ষা করেন তাই এই দুই ব্যাক্তিকে জীবন রক্ষা পদক ও উত্তম জীবন রক্ষা পদকে সম্মানিত করতে চলেছেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত , এই পুরস্কার পাওয়ার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয় চলতি বছরের ২৫শে জানুয়ারি।

এই পদক ভারতীয় রেলের মোট ৭ জন পাচ্ছেন, যার মধ্যে রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের এই দুই রেলের পুলিশকর্মী।